মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

তালতলীতে লিমন চন্দ্র গোমস্তা হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন !

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ- / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ-


মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও ইসলাম ধর্ম সম্পর্কে জেনে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন  লিমন চন্দ্র গোমস্তা  (৩৫) নামের এক যুবক।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর’)দুপুরে বরগুনার আমতলী,  বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়ে  হাজির হয়ে হলফনামার মাধ্যমে পাকাপাকি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। লিমন চন্দ্র গোমস্তা নাম পরিবর্তন করে তার নাম রেখেছেন মোঃ মহিববুল্লাহ।

আজ শুক্রবার  (১২ সেপ্টেম্বর) সকালে  লিমন চন্দ্র গোমস্তা এফিডেভিট এর মাধ্যমে মুসলিম হওয়ার কাগজ  হাতে পেয়ে এ তথ্য নিশ্চিত হই।লিমন চন্দ্র গোমস্তা, পিতা-শুনিল চন্দ্র গোমস্তা, মাতা-পারুল রানী, গ্রাম-কড়ইতলা, ডাকঘর-পচাকোড়ালিয়া, থানা-তালতলী, জেলা-বরগুনা, জাতীয়তা-বাংলাদেশী, জনন্ম তারিখ-২৫/০৯/১৯৮৯ইং, এনআইডি নং-৮৬৫৯১৭০৬২৮,।

সাংবাদিক রনি মল্লিক জানান- লিমন চন্দ্র গোমস্তা  পূর্বে ৩ বছর  মুসলিম পরিবারের মজিদ হাওলাদার এর মেয়ের সাথে,  জেনে বুঝে সম্পর্ক করে আসছিলেন, লেমন চন্দ্র নাকি তাকে জানান যখন তাদের মাঝে সামাজিকভাবে বিয়ের চাপ আসে তখন এই ছেলে   এই মেয়েকে মুসলিম হয়ে বিয়ে করতে চায়। স্থানীয় কিছু ভদ্রলোক এই ছেলেকে কোড এফিডেভিট এর মাধ্যমে মুসলিম বানিয়ে তাদেরকে বিবাহ সম্পন্ন করিয়ে দিয়েছেন। তারা এখন শারিকখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবাসন এলাকায় অবস্থান করছেন। 

নওমুসলিম মোঃমহিবুল্লাহ জানান, আমি জেনে বুঝে  স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে খুশি আনন্দিত। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তবে ইসলাম ধর্মের সব বিধি-বিধান গুলো জানা নেই,  জানার জন্য চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর