মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শ্রমিক দল নেতা তোরাব আলী

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ তোরাব আলী দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ই নভেম্বর রোজ শনিবার ভোরবেলা তোরাব আলী কে রাস্তায় একা পেয়ে মাদলা এলাকায় স্থানীয় আওয়ামী শ্রমিক লীগ সভাপতি মোঃ আলম মণ্ডলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তোরাব আলীর ওপর হামলা চালায়। হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল — এশাউল, রাজু, মোমিন, বাশার, আল-আমিন, হাবিব, মুছা ও মোকলেছার। তারা লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে শ্রমিক দল নেতা তোরাব আলীকে।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

দ্রুত খবর পেয়ে তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান —
সাবেক ছাত্র নেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার,
এবং শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল।

স্থানীয়রা জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত। শ্রমিক নেতা তোরাব আলী এসব অন্যায়ের প্রতিবাদ করে আসছিলেন। এ কারণেই তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর