বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ তোরাব আলী দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ই নভেম্বর রোজ শনিবার ভোরবেলা তোরাব আলী কে রাস্তায় একা পেয়ে মাদলা এলাকায় স্থানীয় আওয়ামী শ্রমিক লীগ সভাপতি মোঃ আলম মণ্ডলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তোরাব আলীর ওপর হামলা চালায়। হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল — এশাউল, রাজু, মোমিন, বাশার, আল-আমিন, হাবিব, মুছা ও মোকলেছার। তারা লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে শ্রমিক দল নেতা তোরাব আলীকে।
স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
দ্রুত খবর পেয়ে তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান —
সাবেক ছাত্র নেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার,
এবং শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল।
স্থানীয়রা জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত। শ্রমিক নেতা তোরাব আলী এসব অন্যায়ের প্রতিবাদ করে আসছিলেন। এ কারণেই তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।।